top of page

সাদা-পৃষ্ঠা

 

- সুদীপ সান্যাল 

সুস্বাগতম 

 

সাদা-পৃষ্ঠা (Sada-Pristha) - আমার একটা প্রিয় কবিতার বই। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। আসলে বইটার পুরো নাম হলো "সাদা-পৃষ্টা - তোমার সঙ্গে", তার থেকেই এই প্রথম দুটো শব্দ বেছে নিয়ে এই e-সাইটটা শুরু করলাম। কিন্তু এই নামটাই  কেন? - সে প্রশ্নের জবাব আমার জানা নেই... কোনদিন খুঁজতেও যাইনি...  শঙ্খ-শক্তি-জয়-সুবোধ এমন অনেকের অনেক বই বা  কবিতা আমার ভালো লাগার তালিকায়  রয়েছে .... তাই,  এটাও জানিয়ে রাখা ভালো যে,  এই e-সাইট এর নাম কেন যে সাদা-পৃষ্ঠা দিলাম, তার পেছনেও আমি কোনো যুক্তি দিতে চাই না.... এটা একটা নিছক ইচ্ছে অথবা নেহাত একটা উষ্মা বা  তাৎক্ষনিক ভাবনা ছাড়া আর কিছুই নয়। যে ভাবনা একটা বিশ্বাস অবশ্যই দেয় যে,  "যেকোনো সাদা-পৃষ্ঠা মানেই যেখানে ভরে তোলা যায় অগুনতি অক্ষর বা যেকনো অক্ষর-মন্ডলী ই জন্ম দেয় অনন্ত কবিতা সাদা-পৃষ্ঠার ওপরেই"....

যে কবিতাগুলো আমার প্রিয়  

 

I'm a paragraph. Click here to add your own text and edit me. It’s easy. Just click “Edit Text” or double click me to add your own content and make changes to the font.


​I’m a great place for you to tell a story and let your users know a little more about you.

bottom of page